স্বৈরাচারী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমিনুল হকের 🇧🇩🔥

ঢাকা, রবিবার: স্বৈরাচারী শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর ভাষানটেকের ৩ নম্বর মোড়ে বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী সরকারের দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপি তার আদর্শ এবং নেতাদের প্রতি আস্থা রেখে এগিয়ে চলেছে। "বিএনপি এ দেশের গণমানুষের দল। ঐক্যবদ্ধ থাকলে অতীতের মতো ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না," তিনি বলেন। ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা রূপরেখা প্রসঙ্গে আমিনুল হক বলেন, "রাষ্ট্রের ধ্বংসপ্রায় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি।" তিনি জানান, এই রূপরেখা ইতোমধ্যে বিভাগীয়, জেলা এবং থানা পর্যায়ে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ঘুষ বন্ধের দাবি আমিনুল হক বলেন, "স্বৈরাচারমুক্ত হলেও তাদের প্রেতাত্মারা এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ঘুষের সংস্কৃতি চালিয়ে যাচ্ছে। জনগণ এই ঘুষ প্রথা আর দেখতে চায় না।" তিনি আরও বলেন, "স্বাধীন ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার সম্ভব নয়।" অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের বক্তব্য কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের প্রতিনিধিরা।
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৫ এ ৯:৪৮ PM