ঢাকা | বৃহস্পতিবার, ১৭রা জুলাই ২০২৫

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: "সব শেষ হয়ে গেছে" – যুব উপদেষ্টা আসিফ মাহমুদ

বুধবার রাতে সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো অফিস পুড়ে ছাই হয়ে গেছে। এ দৃশ্য দেখে বিমর্ষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "আমাদের সব শেষ হয়ে গেছে।" বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনি অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নীলফামারিতে থাকা অবস্থায় সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে আসেন আসিফ মাহমুদ। এ সময় তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের ৬ তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস ছিল। কর্মকর্তারা জানান, সব ফাইল পুড়ে গেছে। আগুনের তাপমাত্রা এতই বেশি ছিল যে, নিচ থেকে পানি এবং ছাইয়ের মিশ্রণ ছড়িয়ে পড়েছে। ভবনের পাঁচতলায় কোনো ক্ষতি হয়নি, তবে সাত, আট ও নয় তলায় প্রায় সব কিছু পুড়ে গেছে। বিভিন্ন অফিস কক্ষের ধ্বংসস্তূপের মধ্যে সিড়ি ধসে গেছে এবং দেয়ালগুলোর অংশ খসে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ধ্বংসাবশেষ এবং জানালার ভাঙা কাচ। সচিবালয়ের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সেনা সদস্যরা টহল দিচ্ছেন।

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ এ ৯:২৮ PM

আজকের সর্বশেষ