বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ঘটনার কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তারা অগ্নিকাণ্ডের উৎস ও কারণ, ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য সুপারিশ করবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়, পরে ইউনিটের সংখ্যা ১৯ এ বাড়ানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং দুপুর পৌনে ১২টায় পুরোপুরি নিভে যায়।
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ এ ৯:১১ PM