ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

হিলি বাজারে সবজির দাম কমল, ক্রেতাদের মুখে হাসি!

দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে। কেজি প্রতি সবজিতে ২০ থেকে ৫০ টাকার হ্রাস পেয়েছে। পটোল এখন ৬০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৮০ টাকা। বেগুন ৩০ টাকা কমে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম ১৫ টাকা কমে ৫৫ টাকায়, মুলা ১০ টাকা কমে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি কেজি প্রতি ৪০ টাকা কমে মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতিটি এখন ১৫ টাকা এবং দেশি টমেটো ৫০ টাকা কমে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। করলার দামও কেজি প্রতি ৩০ টাকা কমে এখন ৫০ টাকায় নেমেছে। বৃহস্পতিবার সকালে হিলি বাজার পরিদর্শনে জানা গেছে, সরবরাহ বেশি হওয়ায় এই দাম হ্রাস ঘটেছে। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের মৌসুমে প্রচুর পরিমাণ সবজি বাজারে আসতে শুরু করেছে। এতে ক্রেতাদের স্বস্তি ফিরেছে। সবজি বিক্রেতা সোহেল রানা জানান, "আমরা কম দামে কিনে ক্রেতাদেরও কম দামে দিচ্ছি। দাম কমায় বাজারে ক্রেতার সংখ্যাও বেড়েছে।"

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ এ ৯:০২ PM

আজকের সর্বশেষ