"পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪৬, প্রতিশোধের হুঁশিয়ারি"

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আরও ছয়জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলাকে 'বর্বর' ও 'আগ্রাসন' হিসেবে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি এলাকায় এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানায়, লামানসহ সাতটি গ্রামে পাকিস্তানের যুদ্ধবিমান বোমা বর্ষণ করেছে। মুর্গ বাজার গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশোধ নিতে প্রস্তুত। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “আমরা কাপুরুষোচিত এই হামলার উচিত জবাব দেবো।” এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে।
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪ এ ৫:৪৪ PM