"বিএনপি মহাসচিবের সঙ্গে খেলাফত মজলিসের প্রতিনিধি দলের বৈঠক, দ্বাদশ অধিবেশনে আমন্ত্রণ"

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল। সাক্ষাতে খেলাফত মজলিসের নেতারা জানান, ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হবে। বিএনপিকে এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিনিধি দলে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইনসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, এবং নির্বাহী সদস্য আমিনুর রহমান ফিরোজ।
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪ এ ৫:৪০ PM