ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

২৪ ঘণ্টায় ঢাকায় অভিযান, গ্রেফতার ৯৩ ছিনতাইকারী

রাজধানীর বিভিন্ন থানার আওতাভুক্ত এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম সোমবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, "ঢাকার ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে।" অভিযানে সবচেয়ে বেশি ২৬ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে লালবাগ বিভাগ থেকে। তেজগাঁও বিভাগ থেকে ১৯ জন, মতিঝিল বিভাগ থেকে ১৪ জন, ওয়ারী বিভাগ থেকে ১০ জন, রমনা এবং উত্তরা বিভাগ থেকে ৮ জন করে, মিরপুর এবং গুলশান বিভাগ থেকে ৪ জন করে গ্রেফতার হয়েছে। ছিনতাইকারীদের সহজে জামিন পাওয়ার প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, "যারা ছিনতাইয়ে অভ্যস্ত, তারা জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের জামিন প্রক্রিয়া কঠোর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি।" মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন, মো. ফয়সাল হোসেন, মো. রবিন হোসেন ও মো. ইমন হোসেনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে আগারগাঁওয়ের ফুল মার্কেট সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, ঢাকার দুই কোটির মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিনই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪ এ ৭:৩৯ AM

আজকের সর্বশেষ