ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ, বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদ লিপি প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৮ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের মন্তব্যের প্রতিবাদ সাক্ষাতের মূল বিষয় ছিল সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য কর্তৃক বাংলাদেশ এবং জামায়াত সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য। জামায়াতের পক্ষ থেকে হাইকমিশনারকে এ মন্তব্যের প্রতিবাদ লিপি হস্তান্তর করা হয়। এ সময় দলটি জানায়, এমন অসত্য মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি এবং পার্টির কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। সৌহার্দ্যপূর্ণ আলোচনা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। প্রতিনিধি দলের সদস্যরা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান, এবং সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪ এ ৮:২৯ PM

আজকের সর্বশেষ