ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বার্তা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার বিকালে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন বার্তা পাঠান। তিনি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে বলেন, "আমরা আশা করি, তিনি বিশ্ব শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন। তার নেতৃত্বে বিশ্বে সকল যুদ্ধের অবসান ঘটবে এবং শান্তি ফিরে আসবে।" বাহাউদ্দিন নাছিম আরো বলেন, "ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, তাতে আমরা আশাবাদী। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন।" এছাড়া, বাহাউদ্দিন নাছিম বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, "ড. ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ দখলদাররা দেশে গণতন্ত্রের অবনতি ঘটিয়ে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। শীঘ্রই জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবে।" এদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলের প্রার্থী কমালা হ্যারিসকে পরাজিত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ এ ৮:১৯ PM

আজকের সর্বশেষ