ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ভারত তৈরি করছে নতুন দুই পারমাণবিক সাবমেরিন: নিরাপত্তার ক্ষেত্রে বড় পদক্ষেপ

ভারত সরকার ঘোষণা করেছে যে তারা আরও দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ করবে, যার মোট বাজেট বাংলাদেশি মুদ্রায় ৪৯ হাজার ৯২৮ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার অনুমোদনের পর, এই সাবমেরিনগুলোর নকশা ও নির্মাণ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করা হবে। ভারত ইতোমধ্যে দুটি পারমাণবিক সাবমেরিন চালু করেছে এবং মোট ছয়টি সাবমেরিন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন সাবমেরিনগুলো বৃহৎ পারমাণবিক চুল্লির সাহায্যে পরিচালিত হবে এবং এতে প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় সক্ষমতায় বাস্তবায়িত হবে, যা ভারতের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে, ভারত যুক্তরাষ্ট্র থেকে ৩১টি এমকিউ-৯বি অ্যাটাক ড্রোন কেনার পরিকল্পনাও করেছে, যা সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াবে।

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ এ ৮:৩৪ PM

আজকের সর্বশেষ