বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হার, মিরাজের সাকিবের বিকল্প হিসেবে ভাবার সুযোগ কতটুকু?

গতকাল বুধবার ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮৬ রানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এর মধ্যেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান, অন্যদিকে মাহমুদউল্লাহও টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। এর ফলে তাদের বিকল্প হিসেবে মিরাজকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক স্পিন বোলিংয়ের জন্য মেহেদী হাসান সেরা হলেও মিরাজও টেস্ট ও ওয়ানডেতে তার দক্ষতা প্রমাণ করেছেন। কিন্তু ২০ ওভারের খেলায়, যেখানে ঝুঁকি নেওয়ার মানসিকতা প্রয়োজন, মিরাজের ব্যাটিং দক্ষতা সীমিত। সাকিবের অনুপস্থিতিতে মিরাজকে 'বিকল্প' হিসেবে দেখতে হলে তাকে অনেক ম্যাচ খেলাতে হবে, যদিও মাহমুদউল্লাহর মতো 'সেফটি নেট' হওয়ার সম্ভাবনা বেশি।
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ এ ৮:২৪ PM