জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সংসদের নিন্মকক্ষ ভেঙে নির্বাচন প্রস্তুতি

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিতে বুধবার আনুষ্ঠানিকভাবে সংসদের নিন্মকক্ষ ভেঙে দিয়েছেন। আগামী ২৬ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রচারণা শুরু হবে ১৫ অক্টোবর থেকে। এএফপির প্রতিবেদনে জানা গেছে, ইশিবা ২৭ সেপ্টেম্বর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে ১ অক্টোবর এলডিপি-নেতৃত্বাধীন জোটের প্রধান হিসেবে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য, ইশিবা জাপানের যুদ্ধোত্তর ইতিহাসে সবচেয়ে কম সময়ের মধ্যে সংসদের নিন্মকক্ষ ভাঙার নজির স্থাপন করেছেন, যা এলডিপির রাজনৈতিক তহবিল কেলেঙ্কারির প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে।
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ এ ৮:১৫ PM