ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ভারতীয় হেজিমনির পতন ছাড়া বিপ্লব সম্ভব নয়: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য করেছেন, "ভারতীয় হেজিমনির পতন না হওয়া পর্যন্ত এ দেশে বিপ্লব সাধিত হবে না।" তিনি বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট হলেও ভারতীয় হেজিমনি এখনও অব্যাহত রয়েছে। এজন্য সকলের একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, যদি ছাত্রলীগ নিষিদ্ধ না হয়, তাহলে আগামীকাল থেকে আন্দোলন শুরু করবেন। তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করা জরুরি, কারণ তারা এখনো তাদের শক্তি দেখাতে পারেনি। মাহমুদুর রহমানের এই বক্তব্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষকেরা।

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ এ ৭:৪৪ PM

আজকের সর্বশেষ