ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

মেয়েকে দেখতে অস্ট্রেলিয়া গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১১ অক্টোবর) রাত ১২টায় একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি সেখানে বড় মেয়ে ডা. শামারুহ মির্জার সঙ্গে দেখা করবেন। তার স্ত্রী রাহাত আরা বেগম গত মাসেই (সেপ্টেম্বর) মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন এবং মেয়ের সঙ্গে দেখা করে স্ত্রীকে নিয়ে দেশে ফিরবেন মির্জা ফখরুল। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'সিতারাস স্টোরি'র সহ-প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি নারীদের মানসিক স্বাস্থ্য ও গার্হস্থ্য সহিংসতা নিয়ে কাজ করে, যার জন্য ২০২১ সালে তারা ‘এসিটি মেন্টাল হেলথ মান্থ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ডা. শামারুহ নিজেও ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড ২০২১ এর একজন প্রতিযোগী ছিলেন, যা তার কাজের প্রশংসা প্রমাণ করে। মির্জা ফখরুলের অস্ট্রেলিয়া সফরটি তার পরিবারের সাথে সময় কাটানোর লক্ষ্যে হলেও, এটি রাজনৈতিক পরিমণ্ডলেও আলোচনা তৈরি করেছে।

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ এ ৮:৩০ AM

আজকের সর্বশেষ