বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান, পড়াতে চান না: পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঢাকা, ৯ অক্টোবর ২০২৪: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৩০০ থেকে ৫০০ শিক্ষক কেন ভিসি বা প্রো-ভিসি হতে চান, তা তিনি বুঝতে পারছেন না। ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন তিনি। উপদেষ্টা জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ভিসি হওয়ার জন্য তদবির করছেন, কিন্তু তারা কেন ক্লাসে পড়াতে চান না, তা তার কাছে অবাক বিষয়। তিনি আরও বলেন, "আমি কখনো ভিসি হতে চাইনি, কিন্তু শত শত শিক্ষক ভিসি কিংবা প্রো-ভিসি হওয়ার জন্য চেষ্টা করছেন, অথচ পড়ানোর কথা ভাবছেন না।" এ সময় তিনি উন্নয়ন প্রকল্প নিয়ে কিছু মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান প্রকল্পগুলোর সময়সীমা বাড়ানোর আগে তাদের ব্যয় যাচাই করা হচ্ছে। বেসরকারি বিনিয়োগের অভাবে প্রকল্পগুলো ধীরগতিতে এগোচ্ছে। সরকারের উদ্দেশ্য হলো নতুন প্রকল্প হাতে নিয়ে দেশের নাগরিক সুবিধা বৃদ্ধি করা, যেমন: পার্ক, লাইব্রেরি নির্মাণ এবং জলাধার তৈরি। বর্তমান পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা তার বক্তৃতায় সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে পরিবর্তন আসায়, নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এর মধ্যে বেশ কিছু শিক্ষক এই পদগুলোতে নিয়োগের জন্য তদবির করছেন বলে তিনি জানান। তবে, এসব বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা তিনি ওই দিন করেননি।
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ এ ৬:৫৩ PM