ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

শারদীয় দুর্গাপূজা শুরু, পূজার মণ্ডপে আনন্দের ঢেউ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে মহাষষ্ঠীর মধ্য দিয়ে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় মণ্ডপে মণ্ডপে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে উৎসবের প্রথম দিন শুরু হয়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও পুজার আয়োজনের মধ্যে এখন সারাদেশে চলছে ষষ্ঠী পূজা। এই উৎসবের সঙ্গে শুরু হয়েছে চণ্ডীপাঠ, যা পূজা মণ্ডপের শুদ্ধতা ও শারীরিক ও আধ্যাত্মিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বছর দুর্গাপূজা ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী এবং ১২ অক্টোবর মহানবমী হিসেবে উদযাপিত হবে। এর পর, ১৩ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শেষ হবে। পূজাকে আরও আনন্দমুখর করতে সারাদেশের মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। দেশজুড়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে মণ্ডপগুলো, যেখানে ঢাক, কাঁসা, শঙ্খের আওয়াজে মণ্ডপগুলো সেজে উঠেছে। এবারের দুর্গাপূজা নিয়ে শাস্ত্র মতে কিছু শুভাশুভ ইঙ্গিতও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এবছর দেবী দুর্গার আগমন দোলায় এবং গমন ঘোড়ায় হবে। শাস্ত্র অনুযায়ী, দোলায় দেবীর আগমন ও ঘোড়ায় গমন অর্থাৎ মড়ক এবং সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা হতে পারে। তবে, উৎসবের সান্নিধ্যে এসব কিছু ভুলে সবাই পূজার আনন্দ উপভোগ করছেন। এবার দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে পূজা উদযাপন হবে। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পূজা উৎসব হিসেবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মণ্ডপে পূজার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। সেখানে থাকবে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদান ও বিজয়া শোভাযাত্রা। সারাদেশের মণ্ডপগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। এবার দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ ও দুর্গাপূজার পুণ্যলগ্ন শুরু হয়, যা শারদীয় দুর্গোৎসবের প্রথম ধাপ। এ বছর পূজার প্রতি মানুষের উন্মাদনা এবং উৎসাহের মাত্রা এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ এ ৬:৩৪ PM

আজকের সর্বশেষ