ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

চিনির বাজারদর স্থিতিশীল রাখতে এনবিআরের নতুন উদ্যোগ: শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হল

চিনির বাজারে স্থিতিশীলতা আনতে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় এনবিআর। এই পদক্ষেপের মাধ্যমে চিনির দাম কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, এবং বাংলাদেশের সাম্প্রতিক বন্যা ও ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে অনেক পণ্য, বিশেষ করে শিশু খাদ্যসহ অন্যান্য ভোজ্যপণ্য। এই পরিস্থিতির মধ্যে এনবিআর চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কর ছাড়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছে। এনবিআরের হিসাব অনুযায়ী, শুল্ক কমানোর ফলে আমদানির পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির ওপর শুল্ক কমে ১১.১৮ টাকা এবং পরিশোধিত চিনির ওপর শুল্ক কমে ১৪.২৬ টাকা। এতে কেজি প্রতি চিনির দাম কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, শুল্ক কমানোর ফলে অবৈধ পথে চিনির চোরাচালানও বন্ধ হবে, এবং বৈধভাবে চিনির আমদানি বাড়ানোর মাধ্যমে শুল্ক-কর আদায় বাড়ানোরও সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। এনবিআরের এই পদক্ষেপের ফলে বাজারে চিনির মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি জনগণের জন্য চিনির সহজলভ্যতা বৃদ্ধি পাবে।

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ এ ৬:২০ PM

আজকের সর্বশেষ