ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসকে সাংবাদিকদের ওপর নির্যাতনের স্বাধীন তদন্ত শুরুর আহ্বান আরএসএফের

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সাংবাদিকদের ওপর নির্যাতনের স্বাধীন তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে। হাসিনার শাসনামলে পাঁচজন সাংবাদিক কারাগারে গেছেন এবং ২০০ জনেরও বেশি সাংবাদিক আন্দোলন কাভার করার সময় আহত হয়েছেন। আরএসএফ তাদের চিঠিতে সাইবার নিরাপত্তা আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও আহ্বান জানায়। এই আইনগুলো সাংবাদিকদের হয়রানি ও আটক করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে আরএসএফ অভিযোগ করেছে। বিশেষ করে বারবার এই আইনের অপব্যবহার করে সাংবাদিকদের বিচার ও কারাদণ্ডের শিকার করা হচ্ছে, যেমনটি ঘটেছে বশির আকনের ক্ষেত্রে। আরএসএফ আরও উল্লেখ করেছে যে, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো করবে। আরএসএফ আশা করছে ড. ইউনূসের নেতৃত্বে এই নতুন প্রশাসন সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার বন্ধ করবে এবং সাংবাদিকদের মুক্তির উদ্যোগ নেবে। তারা আহত সাংবাদিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ এ ৪:৪৫ PM

আজকের সর্বশেষ