ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

টেকনাফে ৩৭ রোহিঙ্গা অনুপ্রবেশকালে আটক: মিয়ানমার থেকে পালিয়ে আসার করুণ গল্প

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া নৌ-ঘাট দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। আটককৃতরা মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন। সোমবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় এদের আটক করা হয়। আটক এক রোহিঙ্গা নারী জানান, “আমাদের আরাকান আর্মি অনেক নির্যাতন করছে, তাই জীবন বাঁচাতে আমরা পালিয়ে এসেছি।” তিনি আরও জানান, মিয়ানমারের দালালদের ১৫ হাজার টাকা দিয়ে বোটে চেপে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “দালালদের সহযোগিতায় ট্রলারে করে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হচ্ছে। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ এ ৮:৫৪ AM

আজকের সর্বশেষ