ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

মেশিন লার্নিং ও এআই গবেষণার জন্য পদার্থবিদ্যায় নোবেল জয়ী জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন

চিকিৎসাবিজ্ঞানে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের এ বছর বিজয়ী ঘোষণা করা হয়েছে। মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন হোপফিল্ড এবং কানাডার গবেষক জিওফ্রে হিন্টন যৌথভাবে এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। ৮ অক্টোবর মঙ্গলবার, রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স তাদের মেশিন লার্নিং এবং কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে মৌলিক আবিষ্কারের জন্য এই পুরস্কার প্রদান করে। হোপফিল্ড এবং হিন্টন তাদের গবেষণার মাধ্যমে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন লার্নিংয়ের ভিত্তি তৈরি করেছে। হোপফিল্ড তার কাজের মাধ্যমে এমন একটি স্ট্রাকচার তৈরি করেছেন যা তথ্য সংরক্ষণ ও পুনর্গঠন করতে সক্ষম। অপরদিকে, হিন্টনের আবিষ্কার এমন একটি পদ্ধতি তৈরি করেছে যা স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে এবং বর্তমানে ব্যবহৃত বৃহৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রয়েল সুইডিশ অ্যাকাডেমি জানায়, যদিও কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারে না, তবে স্মৃতি ও শেখার মতো কিছু মৌলিক কাজ অনুকরণ করতে পারে। এই দুই বিজ্ঞানী তাদের পদার্থবিদ্যার মৌলিক ধারণা ব্যবহার করে এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা নেটওয়ার্কের কাঠামো ব্যবহার করে তথ্য প্রক্রিয়াজাত করতে পারে। এর ফলে আজকের আধুনিক এআই প্রযুক্তি অনেক উন্নত ও কার্যকরী হয়ে উঠেছে। এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের এই ঘোষণা বিশ্বব্যাপী বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। ১৯০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১১৭ বার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়েছে এবং ২২৪ জন পদার্থবিদ এই সম্মান পেয়েছেন। তবে, জন বার্ডিন একমাত্র ব্যক্তি যিনি দুইবার এই পুরস্কার পেয়েছেন।

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ এ ৮:৩২ PM

আজকের সর্বশেষ