ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা: ২০১৮ সালের তুলনায় ১১টি বাঘ বৃদ্ধি পেয়েছে

সুন্দরবনের বাঘের সংখ্যা চলতি বছর ২০১৮ সালের তুলনায় ১১টি বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে 'সুন্দরবন বাঘ জরিপ-২০২৪' এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন তিনি। এ বছরের বাঘ জরিপে ২০২৩-২০২৪ সালে সুন্দরবনে মোট ১২৫টি বাঘ পাওয়া গেছে এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২ দশমিক ৬৪। ২০১৮ সালের তুলনায় এটি ৯ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের তুলনায় এই বৃদ্ধি আরও বিশাল—১৭ দশমিক ৯২ শতাংশ। উপদেষ্টা জানান, ২০১৫ সালে প্রথমবার ক্যামেরা ট্রাপিং প্রযুক্তি ব্যবহার করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়, যেখানে ১০৬টি বাঘ পাওয়া গিয়েছিল। ২০১৮ সালের জরিপে সেই সংখ্যা ১১৪ ছিল, যা প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পরিবেশ উপদেষ্টা আরও জানান, এই জরিপটি সরকারের অর্থায়নে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে মার্চ মাসে শেষ হয় এই জরিপের কাজ। এতে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরনখোলা রেঞ্জে ৬০৫টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয় এবং প্রায় ৩১৮ দিন ধরে পর্যবেক্ষণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতামত নিয়ে এই জরিপের ফলাফল বিশ্লেষণ করা হয়, যা বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি বড় সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ এ ৫:১৭ PM

আজকের সর্বশেষ