পুলিশের সাবেক প্রধান মনিরুল ইসলাম দেশ ছাড়লেন, দিল্লিতে দেখা গেল!
 Monirul Islam_172838293536084672.jpg)
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে দেশ ছাড়তে শুরু করেন প্রভাবশালী এমপি, মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তালিকায় ছিলেন পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। তবে এই তালিকায় নাম ছিল পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামেরও। যদিও তিনি দাবি করেছিলেন, “আমি পালিয়ে যাব না, দেশেই থাকব,” তবে শেষ পর্যন্ত তার কথায় অটল থাকেননি। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। ১৮ সেপ্টেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মনিরুল ইসলাম জানিয়েছিলেন যে, তিনি দেশেই আছেন এবং ভবিষ্যতেও দেশের বাইরে যাবেন না। তবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে, তিনি এখন দিল্লিতে আছেন। গতকাল বিকালে দিল্লির কানঘট প্লেসে একটি গ্রোসারি শপে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে তাকে ক্যামেরাবন্দি করা হয়। মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত ১২টি হত্যার মামলা রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ছাত্র আন্দোলন দমনে সরকারের কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়ে তা নিজের কক্ষে রেখেছিলেন। এই টাকা বিতরণ করার আগেই সরকারের পতন ঘটে এবং সেই টাকা পরে অন্যান্য কর্মকর্তারা নিজেদের কাছে নিয়ে নেন।
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ এ ৪:২২ PM