ডিমের বাজার স্থিতিশীল রাখতে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমতি দিল সরকার!

মঙ্গলবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে এবং দাম স্থিতিশীল রাখতে সরকার সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, প্রতিদিন দেশে প্রায় ৫ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বাজারের বর্তমান অবস্থা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ আমদানির অনুমোদন পেয়েছে মেসার্স মীম এন্টারপ্রাইজ (১ কোটি), মেসার্স তাওসিন ট্রেডার্স (১ কোটি), মেসার্স সুমন ট্রেডার্স (২০ লাখ), আলিফ ট্রেডার্স (৩০ লাখ), হিমালয় (১ কোটি), মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশ (৫০ লাখ), এবং মেসার্স জামান ট্রেডার্স (৫০ লাখ)। এ আমদানির শর্তাবলির মধ্যে রয়েছে বার্ড ফ্লু মুক্ত জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশনের সনদ দাখিল, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত হওয়ার সনদ, শুল্ক-কর পরিশোধসহ অন্যান্য শর্ত মানা এবং প্রতিটি চালানের জন্য অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা।
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ এ ৩:২৭ PM