শহীদ আবরার ফাহাদ: ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের অন্যতম নায়ক ঘোষণা ইসলামী ছাত্রশিবিরের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদকে বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে ঘোষণা করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সোমবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘ফর ফ্রিডম অ্যান্ড ডিগনিটি: দ্য লিগেসি অব আবরার ফাহাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় মঞ্জুরুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু ঘটনার মধ্য দিয়ে। আবরার ফাহাদ আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ হন।” সভায় অংশগ্রহণকারী বক্তারা জানান, দুঃশাসন, নির্যাতন এবং নিপীড়নের ফলে বাংলাদেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী চেতনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বক্তারা বলেন, আবরার ফাহাদ হত্যার দায় শুধু ওই হত্যাকারীদের নয়, বরং যারা ছাত্রশিবিরের ওপর নিপীড়নকে বৈধতা দিয়েছিল তাদেরও। আলোচনা সভায় ঢাবি শাখা শিবির সভাপতি সাদিক কায়েম বলেন, “আবরার ফাহাদ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তার হত্যাকাণ্ডের আগে যে নির্মম নির্যাতন ঘটেছিল, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়নি। তাই আজ আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।” এই আলোচনা সভায় ছাত্রশিবিরের অন্যান্য নেতারা, যেমন অফিস সম্পাদক ইমরান হোসাইন এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। শহীদ আবরার ফাহাদের বীরত্ব এবং তার স্মৃতিকে অমর করার উদ্দেশ্যে এই আলোচনা সভা আয়োজন করা হয়, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলো ফেলে।
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ৯:১০ PM