তাপসী তাবাসসুম ঊর্মির বিতর্কিত মন্তব্য: আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার পর বরখাস্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সদ্য বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এর প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ফেসবুকে পোস্ট করে ঊর্মি লেখেন, “আবু সাঈদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে, যে নিজের দলের লোকের হাতে মারা পড়ল, সে শহিদ!” ঊর্মির পোস্টে আরও দেখা যায়, তিনি উল্লেখ করেছেন যে, আবু সাঈদের মৃত্যুকে অজুহাত বানিয়ে পুলিশ সদস্যদের হত্যার দায়ভার ‘অথর্ব সমাজ’ নেবে কি না, সেই প্রশ্ন তোলেন। তিনি প্রধান উপদেষ্টার রংপুর সফর নিয়ে সমালোচনা করেন এবং প্রশ্ন করেন, “এই আহাম্মকি ভ্রমণের জন্য যে গাড়িবহর পাঠানো হয়েছে, তার তেলের খরচ কে দেবে?” সরকারি চাকরি ও প্রশাসনিক দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্যের কারণে তাপসী তাবাসসুম ঊর্মিকে বরখাস্ত করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এর আগে, রবিবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে বদলি করা হয়। তাপসী ঊর্মির পোস্টের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। অনেকেই তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং সরকারের কাছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে, তার মন্তব্য যে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, সে বিষয়ে নেটিজেনদের উদ্বেগ প্রকাশ পেতে দেখা যায়। এদিকে, ঊর্মি সাংবাদিকদের জানান, তার মন্তব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া ছিল। তিনি এ নিয়ে আরো বলেন, “অতীত মুছে ফেলা সম্ভব নয়। এটি আমাদের জাতির মীমাংসিত সত্য।”
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ৮:৫৩ PM