তাপসী তাবাসসুম ঊর্মির বিতর্কিত মন্তব্য: চাকরি হারানোর পরও দৃঢ় প্রতিজ্ঞ

লালমনিরহাটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে চাকরি হারিয়েছেন। তিনি বলেছেন, "আমি নৈতিকতার প্রশ্নে হিপোক্রেট নই। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে কথা বলা যায়। চাকরি চলে গেলে তাতে আমার কিছু যায় আসে না।" তার এই মন্তব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন পুশ’ মন্তব্যের প্রেক্ষিতে এসেছে। শনিবার ফেসবুকে একটি পোস্টে ঊর্মি লিখেছিলেন, “অতীত মুছে ফেলতে চাইলে, আপনি কীভাবে মিথ্যা বলতে পারেন?” এ পোস্টের পরই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে। পরে সরকার তাকে সাময়িক বরখাস্ত করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ঊর্মি বলেন, "যদি আমি প্রশাসনে না থাকতাম, তবুও আমি এই কথাগুলো বলতাম। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলাটা আমার দায়িত্ব।" তিনি আরও বলেন, "বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লাখ শহিদের রক্তে। রিসেট বাটন পুশ করে ৩০ লাখ শহিদকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত সত্য।" রাষ্ট্রের বিরুদ্ধে মন্তব্য করে চাকরি হারানোর পরও তিনি তার বক্তব্যের প্রতি অটল থাকছেন, যা তার দৃঢ়তার পরিচায়ক। এই বিতর্কের প্রেক্ষিতে তাপসী তাবাসসুম ঊর্মি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন, তার মন্তব্য এবং অবস্থান নিয়ে আলোচনা চলছে।
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ৮:৩৫ PM