কণ্ঠশিল্পী ইভা আরমানের বিরুদ্ধে ৫শ' কোটি টাকার মানহানি মামলা

কণ্ঠশিল্পী ইভা আরমানের বিরুদ্ধে ৫শ' কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন ফকির আক্তারুজ্জামান। সম্পত্তি বিষয়ক মিথ্যাচারের অভিযোগে তিনি এই মামলা করেন। ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে, যেখানে ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সিআইপি ফকির আক্তারুজ্জামান অভিযোগ করেন যে, ইভা আরমান তার সঙ্গে করা চুক্তির শর্ত মেনে চলেননি। মামলার বিবরণে জানা যায়, গুলশান ২-এর ৪৪ নম্বর রোডের একটি বহুতল আবাসিক ভবনে 'ইভা রোজ' নামক প্রকল্পে দুটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য ডিজনী প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে চুক্তি করেন ইভা। ২০১৬ সালে ফকির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাসরিকুজ্জামান ও পরিচালক ফকির মাসফিকুজ্জামান এই ফ্ল্যাট দুটি কেনার জন্য চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ইভা নির্মাণ কাজ শেষ করে ফ্ল্যাটগুলোর মালিকানা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি তা মানেননি। এদিকে, ইভা নিজেও ফ্ল্যাট দুটি নিয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে চলমান রয়েছে। ফকির গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট জাফর শরীফ বলেন, ইভা রেজিস্ট্রি করা বিক্রয়চুক্তির শর্ত মানতে রাজি হননি এবং এই বিষয়ে মিথ্যাচার করছেন। মামলাটি চলমান থাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশের পর, ইভার বিরুদ্ধে ফকির আক্তারুজ্জামান একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শান্তি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পিটিশন মামলা করেন, যা পরে খারিজ করে দেওয়া হয়।
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ৮:১৩ PM