ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

সৌদি আরবের ধর্ম মন্ত্রীর কাছ থেকে কাবা শরিফের গিলাফ উপহার পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন

সৌদি আরবের জেদ্দায় এক সম্মানজনক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে কাবা শরিফের গিলাফ উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সৌদি ধর্ম মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ এই মূল্যবান গিলাফ তুলে দেন, যা প্রতীকীভাবে মুসলিম বিশ্বের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে। ড. খালিদ হোসেন এ উপহার গ্রহণ করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উপহারের মাধ্যমে দুই দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, প্রতিবছর হজের সময় কাবা শরিফের পুরানো গিলাফ বদলানো হয়, এবং সেই পুরানো গিলাফের অংশবিশেষ বিশ্ব মুসলিম ব্যক্তিত্বদের সম্মাননা হিসেবে প্রদান করা হয়।

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ৩:১৯ PM

আজকের সর্বশেষ