ভারত সফরে সুর বদলে ফেললেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

ভারতবিরোধী ‘ইন্ডিয়া আউট’ স্লোগান তুলে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া মোহাম্মেদ মুইজ্জু, এবার ভারত সফরে গিয়ে তার অবস্থান পরিবর্তন করেছেন। ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সফর করছেন তিনি। মুইজ্জুর ক্ষমতা গ্রহণের পর মালদ্বীপে চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল নয়াদিল্লি। তবে ভারত সফরের প্রথম দিনেই মুইজ্জু জানান, তার সরকার ভারতের নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটাবে না এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আজ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে মালদ্বীপের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেল আউট চাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় পর্যটক কমে যাওয়ার কারণে মালদ্বীপের অর্থনীতি ইতিমধ্যেই হুমকির মুখে পড়েছে, যা মুইজ্জু সরকারের জন্য চাপের বিষয়। তবে মুইজ্জু ভারতীয়দের আবারও মালদ্বীপ ভ্রমণে স্বাগত জানিয়েছেন এবং ভারত-মালদ্বীপ সম্পর্ক পুনর্গঠনের আশ্বাস দিয়েছেন।
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ২:৪১ PM