ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

পাকিস্তানের ক্রিকেটে টালমাটাল সময়, বিনামূল্যে কোচিং করতে চান ইউনিস খান

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায়, সবমিলিয়ে টেস্টে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ—পাকিস্তানের ক্রিকেটে সংকট যেন কাটছেই না। পিসিবি কোচ ও অধিনায়ক পরিবর্তন করলেও তাতে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এই কঠিন সময়ে পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার ইউনিস খান দেশটির ক্রিকেটে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার মতো খেলোয়াড়দের পিসিবি থেকে দূরে রাখা উচিত নয়। আমি বিনামূল্যে প্রশিক্ষণ দিতে ইচ্ছুক যদি এটি ঘরোয়া কাঠামোর উন্নতিতে সহায়তা করে।” ইউনিস খান, যিনি পাকিস্তানের হয়ে টেস্টে ১০ হাজার রান করেছেন, নতুন ক্রিকেটার তুলে আনা এবং তাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে মনোযোগী। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে পিসিবি ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে ৫০ ওভারের চ্যাম্পিয়নস ওয়ান-ডে কাপ টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে দলটি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট খেলছে।

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ২:৩৪ PM

আজকের সর্বশেষ