ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

চঞ্চল চৌধুরীর পতন: রাজনীতি ও দর্শক বিচ্ছিন্নতায় সংকটে জনপ্রিয় অভিনেতা

এক সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর দিন ভালো যাচ্ছে না। আওয়ামী সরকারের তোষামোদ এবং ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালনের কারণে তিনি ভক্তদের কাছ থেকে দূরে সরে গেছেন। গত ৫ আগস্ট থেকে চঞ্চল চৌধুরীকে তেমন কোনো নতুন কাজেও দেখা যায়নি। জনপ্রিয়তা হারানোর ভয়ে নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে দ্বিতীয়বার ভাবছেন। গত মাসে ভারতে মুক্তি পেয়েছে চঞ্চলের অভিনীত ছবি ‘পদাতিক’, যা পরিচালনা করেছেন কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। এই সিনেমা ছিল মৃণাল সেনের বায়োপিক, তবে এটি বক্স অফিসে সুপার ফ্লপ হিসেবে চিহ্নিত হয়েছে। মুক্তির আগে অমিতাভ বচ্চন সিনেমাটির প্রথম লুক শেয়ার করলেও, পদাতিক এর ব্যর্থতা চঞ্চলকে আরও পেছনের সারিতে নিয়ে গেছে। এছাড়া, সিনেমাটির প্রচারেও অংশ নেননি চঞ্চল চৌধুরী। মুক্তির দিন ভারতে যাওয়ার পরিকল্পনা থাকলেও গণঅভ্যুথান পরবর্তী পরিস্থিতিতে তিনি ভক্তদের সমালোচনার ভয়ে সেখানে যাননি। তার এ নীরবতা ও সরকারের প্রতি তার অবস্থানের কারণে বাংলাদেশ ও কলকাতায় তার জনপ্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চঞ্চল চৌধুরীর অভিনয়জীবনের এ সঙ্কটকালে দর্শক ও নির্মাতাদের অনাস্থা স্পষ্ট। আগামীতে তার অবস্থান কেমন দাঁড়ায় তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ২:৩২ PM

আজকের সর্বশেষ