ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানে নিহত ১০৫ শিশু পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা: শারমীন এস মুরশিদ

জুলাই ও আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে আগামী সোমবার ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, নিহত শিশুদের তালিকা চূড়ান্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বিশ্ব শিশু দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুদান হস্তান্তর করা হবে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের পুনর্বাসনের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া যাচ্ছে।

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ এ ৯:৫২ PM

আজকের সর্বশেষ