ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

রুহুল কবির রিজভী: অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা গণতন্ত্রের জন্য হবে কলঙ্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমার বিএনপি পরিবার’-এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, "ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে নেই। তারা নানা চক্রান্ত করছে, যা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার আশঙ্কা তৈরি করেছে।" তিনি বলেন, যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে যারা জীবন দিয়েছেন, যেমন আবু সাঈদ, মুগ্ধ, ফায়াজ, তাদের আত্মত্যাগ কলঙ্কিত হবে। স্বর্ণা দাসের মতো যারা সার্বভৌমত্বের পক্ষে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগকেও স্মরণ রাখতে হবে। রোববার (৬ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ীর খাগটেকা বাজারে বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, "দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার প্রতি সঠিক দায়িত্ব পালন করছে না।" বিশেষ করে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সরকারের নির্লিপ্ত আচরণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বলেন, "স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু শেখ হাসিনার সরকার কোনো পদক্ষেপ নেয়নি।" বাংলাদেশ-ভারত সীমান্তকে তিনি বিশ্বের সবচেয়ে রক্তাক্ত ও সহিংস সীমান্ত হিসেবে অভিহিত করেন।

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ এ ৯:৩২ PM

আজকের সর্বশেষ