ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

৫০ প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ হলেন ভ্যালেন্টিনা আলেকসিভা, লক্ষ্য এবার মিস ইউনিভার্স

মাত্র ১৮ বছর বয়সেই ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ এর মুকুট ছিনিয়ে নিলেন চুভাশিয়া প্রজাতন্ত্রের সুন্দরী ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার চোখ মিস ইউনিভার্স খেতাবে। এই লক্ষ্য পূরণে সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। আলেকসিভা বলেন, ‘আমার স্বপ্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার যোগ্য প্রতিনিধিত্ব করা। আমি সম্ভাব্য ও অসম্ভব সবকিছু করব যাতে আমরা সেরা হতে পারি।’ মিস রাশিয়া জয়ের পর আলেকসিভা জানান, ‘মঞ্চে যাওয়ার সময় আমি কিছুই আশা করিনি। আমি শুধু মুহূর্তটা উপভোগ করছিলাম। এখন যে ফলাফল পেয়েছি, তাতে আমি দারুণ খুশি।’ প্রসঙ্গত, মিস রাশিয়া প্রতিযোগিতা জয়ী দুইটি প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা, মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সে অংশগ্রহণের সুযোগ পান। আলেকসিভার এই সাফল্য তাকে বিশ্বমঞ্চে রাশিয়ার গর্বিত প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে।

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ এ ৩:৪৫ PM

আজকের সর্বশেষ