ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

দেব-সৃজিত মুখার্জির ‘টেক্কা’ আসছে দুর্গাপূজায়: কাউন্টারে বসে নিজেরাই বিক্রি করলেন টিকিট

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি তাদের আসন্ন সিনেমা ‘টেক্কা’ নিয়ে ব্যস্ত প্রচারে। আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। এই উপলক্ষে শনিবার বারুইপুরের এসএফএফ সিনেমা হলে গিয়ে দেব ও সৃজিত নিজেরাই প্রেক্ষাগৃহের কাউন্টারে বসে টিকিট বিক্রি করেছেন। দুই তারকাকে দেখতে সেখানে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। দেবের হাতে টিকিট নিয়ে ভক্তরা অটোগ্রাফ, সেলফির জন্য হুমড়ি খেয়ে পড়েন, এমনকি এক অনুরাগী তো দেবকে দেখে আবেগে কেঁদেই ফেলেন! ‘টেক্কা’ সিনেমার প্রচার এখন তুঙ্গে। দেব ও সৃজিতের এই মজার টিকিট বিক্রি এবং সরাসরি দর্শকদের সঙ্গে মিশে যাওয়ার স্টাইলটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। দেবকে এই সিনেমায় দেখা যাবে এক সাফাইকর্মীর চরিত্রে, যার নাম ইকলাখ। অন্যদিকে, রুক্মিণী মৈত্র এক পুলিশ অফিসারের চরিত্রে এবং স্বস্তিকা ধরা দেবেন সাংবাদিক ইরার চরিত্রে। সৃজিত মুখার্জির পরিচালনায় এবং দেবের অসাধারণ অভিনয়ে এই সিনেমা যে দুর্গাপূজায় দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে, তা বলা বাহুল্য। ৬ অক্টোবর দেব ও সৃজিত গ্লোব সিনেমা হলে তাদের সিনেমার প্রচারে হাজির হবেন, যেখানে তাদের হাত ধরেই সিনেমা হলটির নতুন করে পথচলা শুরু হবে।

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ এ ২:৪০ PM

আজকের সর্বশেষ