ইন্দোনেশীয় তরুণীর প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে, কুমিল্লায় অনুষ্ঠিত হলো বিয়ের আনুষ্ঠানিকতা

ইন্দোনেশিয়ার তরুণী নাজিফা মুনজারিন সিনতা প্রেমের টানে বাংলাদেশে এসে কুমিল্লার আহাম্মদ উল্যাহ ইমতিয়াজ অপুকে বিয়ে করেছেন। ৪ অক্টোবর কুমিল্লা নগরীর হোটেল এলিট প্যালেসের কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর সিনতা ইসলাম ধর্ম গ্রহণ করেন। সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা। মালয়েশিয়ায় চাকরি করার সময় অপু ও সিনতার পরিচয় হয়, যা পরবর্তীতে বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। তাদের সম্পর্কের কথা উভয় পরিবারই মেনে নিয়েছে। ইন্দোনেশিয়ায় ফিরে দেশীয় রীতি অনুযায়ী পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা করার পরিকল্পনাও রয়েছে।
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ এ ৮:২৩ AM