ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

বিএনপির রিজভী: ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন শেষ হোক’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলের মতো যেন আদালত পরিচালিত না হয়; সেই নির্মম আদালত, নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক।’ শনিবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরও জানান, “গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে; শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের একজন ছাত্রলীগ নেতার। ছাত্রলীগ নেতা বলছেন; ‘আপা, পুলিশ হানা দেয় প্রতিদিন পাঁচ-ছয়জনকে গ্রেফতার করে নিয়ে যায়।’ অথচ আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে আইনের শাসন থাকা উচিত।” তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, “আপনি কী জানতেন না; আপনি পালিয়ে যাওয়ার পর মাত্র এক মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশ্যে হত্যা করা হয়েছে?” তিনি অভিযোগ করেছেন, “শেখ হাসিনা ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথোন করে বর্বর নিষ্ঠুরতার প্রমাণ দিয়েছেন। বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু আওয়ামী লীগকে হত্যা ও গুমের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে।” এসময় রিজভী বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা প্রসঙ্গে বলেন, “হাবিবুল ইসলাম হাবিব ৯০ এর গণঅভুত্থানের একজন সাহসী নেতা ছিলেন, কিন্তু শেখ হাসিনার মাফিয়া রাষ্ট্রব্যবস্থায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।” তিনি উল্লেখ করেন, “১৫ বছর ধরে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। শেখ হাসিনা মনে করেছিলেন তার এই স্বর্গরাজ্য চিরজীবনের জন্য থাকবে।”

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ এ ২:৩১ PM

আজকের সর্বশেষ