ইসলামী বাংলার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ইসলামি বাংলার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সোনার বাংলা, রূপসী বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা এবং স্মার্ট বাংলা — কোনো কিছুই জাতির অর্থনীতির প্রকৃত মুক্তি দিতে পারেনি। শুক্রবার হবিগঞ্জে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফয়জুল করীম উল্লেখ করেন, “এদেশ মুসলমানদের হলেও সব ধর্মের মানুষের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত। কিন্তু মুসলমানদের মধ্যে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করে ইসলাম মানেই নারীদের স্বাধীনতা খর্ব করা হবে কিংবা যুবকদের মসজিদে আবদ্ধ করা হবে। অথচ সত্যিকার অর্থে, ক্যাপিটালিজম, সোস্যালিজম, এবং কমিউনিজমের মতো আদর্শগুলো টেকসই হয়নি। কিন্তু বহু বছর ধরে ইসলাম তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।” খোয়াইমুখ চত্বরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শামসুল হুদা। আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলনের নেতারা এবং স্থানীয় ব্যক্তিত্বরা।
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ এ ১০:৪৯ PM