দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হলে আসন বরাদ্দ, ডোপ টেস্ট বাধ্যতামূলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৭ বছর পর আবারও ছাত্রদের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ১২টি হলের আসন বরাদ্দের ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে পাঁচটি হল ছাত্রীদের জন্য নির্ধারিত। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসন বরাদ্দ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং শনিবার থেকে শিক্ষার্থীরা হলে ওঠার সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের হলের আসন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে, চূড়ান্তভাবে হলে ওঠার আগে শিক্ষার্থীদের ডোপ টেস্টের ফলাফল জমা দিতে হবে। প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, যদি ডোপ টেস্টে কোনো শিক্ষার্থী পজিটিভ হন, তাহলে তিনি হলে থাকার সুযোগ পাবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতটি ছাত্রদের আবাসিক হল রয়েছে। সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে নিয়ম মেনে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে এরপর থেকে হলগুলোর দখল নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রশাসনের একাধিকবার চেষ্টা সত্ত্বেও বৈধভাবে হলে আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। অবশেষে সাত বছর পর শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ পাচ্ছেন, যা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ এ ১০:৩১ PM