ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের (সা.) সিরাত অনুসরণের বিকল্প নেই: ইসলামী ছাত্রশিবিরের সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.)-এর জীবনী তথা সিরাত অনুসরণের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের লালদীঘির ময়দানে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মঞ্জুরুল ইসলাম আরও বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর জীবনের মানবীয় মূল্যবোধ ও নৈতিকতা অনুসরণ করে মানবতাকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। রাসূল (সা.)-এর জীবন আদর্শই সমাজে ন্যায়বিচার ও মানবিকতার বুনিয়াদ স্থাপন করতে পারে। মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম ও সেক্রেটারি তানজির হোসেন জুয়েল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী। তিনি বলেন, জুলুম ও অবিচার মানুষের পতনের অন্যতম কারণ। যুগ যুগ ধরে জালিমদের পতন হয়েছে মাজলুমের অভিশাপে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী, যারা বর্তমান সরকারের দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। এই মাহফিলটি ইসলামী আদর্শ প্রচারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে রাসূলের (সা.) জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করা হয়। সমাজের নৈতিক উন্নতি এবং ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা পাওয়া যায় এই ধরনের আলোচনা থেকে।

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ এ ৯:২১ PM

আজকের সর্বশেষ