ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

বৈষম্যমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সম্প্রতি এক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মতবিনিময় সভায় বৈষম্য ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও ইনসাফের পথে আগস্ট বিপ্লবের শহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা হাসিমুখে শহীদ হয়েছেন। শুক্রবার সকালে মোহাম্মদপুরে আয়োজিত এ সভায় তিনি শহিদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে বলেন, তাদের এই আত্মত্যাগ বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। তিনি আরও বলেন, স্বাধীনতা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেলিম উদ্দিন জালিম শাসকদের উৎখাতের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, তিনি সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানবতাবিরোধী রাজনীতির অবসান দাবি করেন। জামায়াত নেতা আরও বলেন, জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে ৫ বছরের মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তিনি সবাইকে ইনসাফের পথে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে সমাজে ন্যায়বিচার ও সাম্যের আলো ছড়িয়ে পড়ে।

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ এ ৭:৪০ PM

আজকের সর্বশেষ