ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতারা নিজেদের ‘মজলুম’ সংগঠন দাবি করে নির্যাতনের বর্ণনা দিলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে নিজেদেরকে ‘মজলুম’ বা নির্যাতিত সংগঠন হিসেবে পরিচয় দেন এবং দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দেন। গত বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন যে, আওয়ামী লীগের শাসনামলে তাদের সংগঠনের সদস্যরা ছাত্রাবাসে থাকতে পারেননি এবং বারবার মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, “অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমাদের নেতাকর্মীরা বাইরে থেকেও জীবনযাপন করতে বাধ্য হয়েছেন, কারাগারে যাওয়া সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগের শাসন শেষে আমরা আশাবাদী যে, দেশে সকল নাগরিক তাদের মতামত প্রকাশের সুযোগ পাবেন।” বিশ্ববিদ্যালয়ের বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ জানান, ২০১২ সালের নভেম্বর মাসে চট্টগ্রামে শিবিরে যোগ দেওয়ার পর ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়ে তিনি একাধিকবার কারাগারে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও তাকে দুইবার গ্রেফতার করা হয়। এসব কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সংগঠনের স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমার স্বপ্ন মাটিচাপা দিতে হয়েছে। একসময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকা নিরাপদ ছিল, কিন্তু একের পর এক নির্যাতনের কারণে সেটা সম্ভব হয়নি।” তিনি উল্লেখ করেন, "বুয়েটের আবরার ফাহাদের ঘটনা এবং আমার পরিবারের আপত্তির কারণে আমি কখনই হলের সুবিধা গ্রহণ করতে পারিনি।" এছাড়া, ইসলামী ছাত্রশিবিরের নেতারা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে তারা তাদের অধিকার ফিরে পেয়েছেন। ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বৈঠকে শিবিরের প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্ট মো. আবু সাদিক কায়েম এবং সেক্রেটারি এস এম ফরহাদ কমিটি ঘোষণা করেন। এবং সংগঠনের প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের বলেন, “ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ‘ফ্যাসিস্ট’ শাসনামলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল। এই কারণেই শেখ হাসিনা ইসলামী ছাত্রশিবিরকে ভয় পেয়েছিল।”

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ১১:৩৪ PM

আজকের সর্বশেষ