ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

মাসুদ সাঈদী: "ধর্ম যার যার, অধিকার সবার"

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, "ধর্ম যার যার, অধিকার সবার।" তিনি আরও বলেন, "এ দেশে হিন্দু, মুসলমান, সবার সমান অধিকার রয়েছে। যারা ‘ধর্ম যার যার, উৎসব সবার’ বলে, তারা আমাদের বিশ্বাসের সঙ্গে একমত নয়। সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাইবোন, এবং তাদের অধিকার নিয়ে আমরা সচেতন। মুসলমানদের মতো অন্যান্য ধর্মের মানুষেরও সমান অধিকার আছে।" বৃহস্পতিবার বিকালে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী সরকারের প্রতি কঠোর সমালোচনা করে বলেন, "শেখ হাসিনার সরকার সময়ের সঙ্গে মানুষ কথা বলতে পারে না। তাদের বিরুদ্ধে কথা বললেই মামলা হামলার শিকার হতে হয়। ভোটের অধিকার হরণ করা হয়েছিল, দিনের ভোট রাতে নিয়ে নেওয়া হয়েছিল।" তিনি আরো বলেন, "শেখ হাসিনার সরকার ভেবেছিল, জামায়াত-শিবির নিষিদ্ধ করলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু জামায়াত-শিবিরের কর্মীরা আজও বাংলাদেশে রয়েছেন। শেখ মুজিবুর রহমানের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন।" মাসুদ সাঈদী বলেন, "আমরা এ দেশে মিলেমিশে থাকতে চাই, তবে আওয়ামী লীগ নামধারী কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা আমাদের ওপর হামলা, মিথ্যা মামলা করেছে, আর তাদের ক্ষমা পাওয়া উচিত নয়।" চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আ. হাই প্রমুখ।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ১১:২৪ PM

আজকের সর্বশেষ