ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

মুফতি ফয়জুল করীম: ‘স্বাধীনতা অর্জনের পরও বৈষম্য দূর হয়নি’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “এই দেশ বারবার স্বাধীন হয়েছে, তবে বৈষম্য আর দুর্নীতি দূর হয়নি।” তিনি বলেন, ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলন ছিল অগ্রণী, যাদের নেতৃত্বে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতা অর্জনের পরও দেশের সংখ্যাগুরু হিন্দু সমাজ মুসলমানদের অধিকার দিতে ব্যর্থ হয়। তাঁর মতে, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা কখনোই বৈষম্যহীন সরকার গঠন করতে সক্ষম হয়নি। বৃহস্পতিবার মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম আরও বলেন, "১৪ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। ইসলাম থাকলে এক পয়সাও পাচার হতো না।" তিনি উল্লেখ করেন, এই বিপুল পরিমাণ অর্থ দেশের দরিদ্র জনগণের মাঝে বণ্টন করলে, তাদের জীবনে পরিবর্তন আসত এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হতো। তিনি আরও বলেন, "বাংলাদেশের মন্ত্রীর ড্রাইভারও ২০০ কোটি টাকার মালিক হয়ে গেছে, আর দেশের ব্যাংক থেকে ৯৮ হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে।" মুফতি ফয়জুল করীমের মতে, ৫ আগস্টের পর দেশের উন্নতির আশা দেখা গিয়েছিল, কিন্তু এখন আবারও দখলদারি, চাঁদাবাজি, চুরি ও মাস্তানির মতো সমস্যা দেখা দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, "যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ৫ আগস্টের স্বাধীনতা ব্যর্থ হবে।" তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সব ধরনের বৈষম্য দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করতে হবে। গণসমাবেশে মৌলভীবাজার জেলা শাখার ৬টি দাবি তুলে ধরা হয়, এবং ইসলামি আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ সমগ্র দেশের সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ১১:২০ PM

আজকের সর্বশেষ