ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ সাড়ে চার বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন। বুধবার দেশে পৌঁছে ফেসবুকে একটি আবেগঘন পোস্টে তিনি তার আনন্দ প্রকাশ করেন। তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, সহি-সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।” পোস্টটি দেওয়ার পরই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১.৫ মিলিয়নেরও বেশি রিয়েকশন, ১ লাখ ৭৫ হাজারের বেশি শেয়ার এবং ৫ লাখেরও বেশি কমেন্ট পড়েছে তার পোস্টে। তার এই ফিরে আসার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের অনেক বিশিষ্ট আলেম। শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “স্বাগতম। আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক। দীন ও দেশের জন্য কল্যাণ বয়ে আনুক।” মুফতি ইউসুফ সুলতান আজহারীর পূর্বের স্মৃতি উল্লেখ করে লিখেন, “আহলান ওয়া সাহলান প্রিয় ভাই। আপনার জীবনের স্বপ্ন ছিল আবার তাফসীরের মাহফিলে ফিরে যাওয়া। আল্লাহ তায়ালা আপনার সেই স্বপ্ন পূরণ করুন।” আজহারী ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ত্যাগ করেন এবং এরপর থেকে মালয়েশিয়াতে ছিলেন। সেখানে গবেষণার কাজে ব্যস্ত থাকলেও দেশবাসীর মধ্যে তাকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। তার এই প্রত্যাবর্তন নতুন করে ইসলামী আলোচনায় প্রাণ যোগাবে বলে অনেকেই আশাবাদী।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ৭:৫১ PM

আজকের সর্বশেষ