ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

বাংলাদেশ পুলিশে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় নারী এবং পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাচ্ছেন। যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট শর্ত মেনে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। প্রার্থীদের অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তাদের কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। এছাড়াও, প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকালীন সময়ে অবিবাহিত থাকার শর্ত মানতে হবে। এ পদে যোগ দিতে হলে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে। আবেদনকারীদের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কঠোর যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। যারা যোগ্য মনে করছেন, তারা দ্রুত আবেদন করে সুযোগটি কাজে লাগান।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ৭:২৩ PM

আজকের সর্বশেষ