ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

দুনিয়া ও আখিরাতে সুখী হওয়ার প্রধান মূলনীতি: সত্কর্মশীলতা

সুখী ও সমৃদ্ধ জীবন লাভের মূল ভিত্তি হলো সত্কর্ম করা। ইসলামের শিক্ষায় দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের অন্যতম শর্ত হচ্ছে সত্কর্মে লিপ্ত থাকা এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার দৃঢ় বিশ্বাস রাখা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘পুরুষ হোক নারী হোক, মুমিন অবস্থায় যে সত্কর্ম সম্পাদন করে, আমি তাকে উত্তম জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের কৃতকর্মের চেয়ে উত্তম পুরস্কারে ভূষিত করব।’ (সুরা : নাহল, আয়াত : ৯৭)। মুমিনদের জীবনে সুখ ও শান্তির অন্যতম শর্ত হলো ইসলামের বিধান মেনে চলা। ইসলামের শিক্ষায় দুনিয়াবি লোভ ও স্বার্থকে ত্যাগ করে আখিরাতের কল্যাণ কামনা করা হয়। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আমরা তার জন্য তার ফসল বাড়িয়ে দিই।’ (সুরা : শুরা, আয়াত : ২০)। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আখিরাত যার একমাত্র চিন্তার বিষয় হয়, আল্লাহ তার অন্তরকে অভাবমুক্ত করে দেন এবং তার সমস্যাগুলোর সমাধান করে দেন। পক্ষান্তরে দুনিয়া যার একমাত্র চিন্তা হয়, আল্লাহ তার অভাব সামনে এনে দেন।’ (তিরমিজি, হাদিস : ২৪৬৫)। আখিরাতের প্রতি মনোনিবেশ করাই একজন মুমিনের চূড়ান্ত কল্যাণের পথ। তাই সত্কর্মশীলতা ও আখিরাতের প্রতি বিশ্বাসই দুনিয়া ও আখিরাতে সুখী হওয়ার প্রধান চাবিকাঠি।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ৪:০৫ PM

আজকের সর্বশেষ