ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ইসলামে নামাজের গুরুত্ব: ঈমানের পর সর্বোচ্চ ইবাদত

নামাজ ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে দ্বিতীয় ও অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলমানদের জীবনে নামাজ এমন এক ইবাদত, যা ঈমানের পর সর্বোচ্চ প্রাধান্য পায়। পবিত্র কোরআনে ৮৩ বার নামাজের উল্লেখ এসেছে, যা এর গুরুত্বের প্রকাশ। মহান আল্লাহ বলেন, ‘(মুত্তাকি তারা) যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে।’ (সুরা বাকারাহ, আয়াত: ৩)। নামাজ মানুষের ঈমানের পরিচায়ক। যারা সঠিকভাবে নামাজ আদায় করে, তারা প্রকৃত মুমিন। নামাজ হলো পরিশুদ্ধির মাধ্যম; এটি মানুষের সমস্ত পাপ মোচন করে এবং জীবনকে পবিত্র রাখে। হাদিসে বলা হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ তা'আলা তার সমস্ত পাপরাশি নিশ্চিহ্ন করেন। রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে বলেন, ‘যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, এবং সে সেখানে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণও এমন।’ (বুখারি, হাদিস : ৫২৮)। এছাড়া নামাজ যে কোনো সমস্যা ও সংকটের সমাধানে সাহায্য করে। আল্লাহর সাহায্য ও করুণা পেতে হলে বিপদের সময় নামাজে মনোনিবেশ করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারাহ, আয়াত: ১৫৩)। নামাজ শুধু একধরনের ইবাদত নয়, এটি একটি জীবনব্যবস্থা, যা মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ৪:০০ PM

আজকের সর্বশেষ