ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ঢাকার বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বৃষ্টিতে বুধবার সন্ধ্যা থেকে ঢাকার বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। ফলে যাত্রাবাড়ী, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় বাসিন্দারা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা মেডিকেল এলাকা এবং বিভিন্ন ফ্লাইওভারের প্রবেশমুখেও পানি জমেছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সামনের কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঢাকার জলাবদ্ধ পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ৮:২৫ AM

আজকের সর্বশেষ