ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

মিরপুর-১০ স্টেশন দ্রুত চালুর পরিকল্পনা: ডিএমটিসিএল-এর বিশেষ উদ্যোগ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন দ্রুত চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, চলতি অক্টোবর মাসের মধ্যে মিরপুর-১০ স্টেশনটি চালু হতে পারে এবং এটি চালু করতে খরচও হবে খুব কম। এ সংক্রান্ত খবরটি মানবজমিনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ডিএমটিসিএল সূত্র জানায়, সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় মিরপুর-১০ স্টেশন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টিভিএম, প্যাসেঞ্জার গেট, কন্ট্রোল রুম, ডিসপ্লে, ক্যামেরাসহ প্রায় সব ধরনের যন্ত্রপাতি নষ্ট হয়েছে। যন্ত্রপাতিগুলো প্রোপাইটর আইটেম হওয়ায় অন্য প্রতিষ্ঠানের কাছে পাওয়া যায় না, যা যাত্রীদের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে, এখন যেসব স্টেশনে তুলনামূলক কম যাত্রী চাপ রয়েছে, সেসব স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি এনে মিরপুর-১০ স্টেশন চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ এই তিন স্টেশন থেকে গেটসহ কিছু যন্ত্রাংশ এনে মিরপুর-১০ স্টেশনে লাগানো হবে। এ প্রসঙ্গে আবদুর রউফ বলেন, সড়ক উপদেষ্টার নির্দেশনা রয়েছে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত চালুর। বর্তমানে স্টেশনের কাজ চলছে এবং শীঘ্রই এটি চালু করা হবে যাতে যাত্রীরা অল্প সময়ের মধ্যে এটি ব্যবহার করতে পারেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় মেট্রোরেল বন্ধ হয়ে যায়। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে মেট্রোরেল পুনরায় চালু করা হয় এবং ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। ডিএমটিসিএল-এর এই বিশেষ উদ্যোগ শহরের যাত্রীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, যা যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করবে।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ এ ১২:৩৪ PM

আজকের সর্বশেষ